বাংলাদেশকে পেয়াজের ভুগন্তি মুক্তি দিল যে দেশ গুলো

সম্প্রতি বাংলাদেশে পেয়াজ নিয়ে যে ভুগন্তির ঝড় উঠেছিল তা থেকে মুক্তি পেতে সরকার চার টি দেশ। মায়নমার, ভারত, তুরস্ক, মিশর থেকে যে পেয়াজ আমদানি করেছে তার গুণগতমান অত্যান্ত নিম্ন। কালের কন্ঠের সংবাদে জানা যায়, এ দেশগুলোর পেয়াজের মধ্যে মায়ানমারের পেয়াজ বেশির ভাগই পঁচা। এ নিয়ে নতুন করে ব্যবসায়ীদের মাঝে আবার শুরু হয়েছে নতুন ভুগান্তি।

 ভিন্ন দেশ থেকে নিম্নমানের পেয়াজ আমাদানির কারণে বেশি টাকায় পেয়াজ ক্রয় করে ব্যবসায়ীরা  তা কম দামে বিক্রি করতে হচ্ছে।


বিষয়টি অতি জরুরি ভাবে সরকার যদি গুরুত্ব না দেয় তাহলে দেশের ব্যবসায়ীদের অনেক টাকা লোকসান  হবে। যাহা বাংলাদেশের ব্যবসায়ী,অর্থনীতি ও জনগণের বিরাট ক্ষতি করণ হয়ে দাড়াবে এবং দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থাতে দুর্গতি হতে পারে। ‍আরো বিস্তারিত...
Post a Comment (0)
Previous Post Next Post